১৯৬৩ সালের ১লা জানুয়ারী প্রতিষ্ঠিত হয় আজকের এই দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদরাসা। যা সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের দশপাইকা বাজারের পশ্চিম পাশে অবস্থিত। সে সময় মাদরাসায় কারিয়ানা স্তর চালু হয়েছিল দশপাইকা গ্রামের মরহুম মগফুর কারি সিকন্দর খান সাহেবের হাত ধরে। তার-ই ধারাবাহিকতায় মক্তব শ্রেণি চালু হয়। তারপর ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় শিক্ষাদান স্থগিত হয়ে যায়। স্বাধীনতা পরবর্তী সময়ে মরহুম মগফুর আল্লামা আকবর আলী (রহ.) এর হাত ধরে আলিয়া মাদরাসার সরকারি কারিকুলামে লেখা পড়া শুরু হয়। ১৯৭৭ সালে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড কর্তৃক দাখিল স্তরে পাঠদান অনুমোদিত হয় ও ১৯৭৯ সালে মাদরাসা এমপিও ভুক্ত হয়। ২০১১ সালে মাদরাসাটি আলিম শ্রেণিতে উন্নিত হয় এবং ধারাবাহিক ফলাফলের ভিত্তিতে ২০১৯ সালে এমপিও ভুক্ত হয়। বর্তমানে পাঁচ শতাধিক শিক্ষার্থী দ্বীনি শিক্ষায় দীক্ষিত হচ্ছে। এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ও মাদরাসার শিক্ষকগণের নিরলস প্রচেষ্ঠায় প্রতিষ্ঠানটি দ্বীনি শিক্ষার আলোয় এলাকা আলোকিত করে যাচ্ছে।