ঐতিহ্যের দাবিদার দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদরাসা ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়ে অধ্যাবদি কোরআন ও হাদীসের খেদমতে গুরত্বপূর্ণ অবদান রেখে আসছে। প্রতিষ্ঠানটির এ পর্যন্ত অগ্রগতিতে প্রতিষ্ঠাতা সুপারিনটেনডেন্ট মরহুম মগফুর আল্লামা আকবর আলী (রহ.) এর অবদান অপরিসীম। তাঁর-ই ধারাবাহিকতায় মাদরাসা আলিম জামাতে উন্নিত হয়ে যথারীতি ভালো ফলাফল করে আসছে। এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় মাদরাসার সার্বিক কার্যক্রম ভালোই চলছে। বর্তমানে মাদরাসায় ২০ জন শিক্ষক সরকারের শিক্ষা বিষয়ক নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে শিক্ষকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায়, শিক্ষার্থীদের নিরলস অধ্যয়ন ও অধ্যবসায় এবং অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত পরামর্শে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে। আল্লাহ তা’য়ালা এই প্রতিষ্ঠানটিকে সঠিক ইসলাম ও আধুনিক বিজ্ঞান সম্মত শিক্ষার মারকায হিসেবে কবুল করে নিন। আমি মাদরাসার নগন্য খাদিম হিসেবে সকলের দোয়া ও সহযোগিতা প্রার্থী।
অধ্যক্ষ, মাওলানা মোঃ মখলিছুর রহমান
জনাব নেছার আহমদ সভাপতি, গভর্ণিং বডি 2023-24